স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর।। ফের রাতের আধারে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরনে জানা যায় গতকাল ভোর রাত্রি আনুমানিক ৩ ঘটিকায় শান্তিরবাজার ব্লক হেডকোয়াটার সংলগ্ন একটি সরকারি নায্যমূল্যের দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। এই চুরি সম্পর্কে সরকারি নায্যমূল্যের দোকানে ডিলার সপন মজুমদার জানান গতকাল ভোর রাত্র আনুমানিক ৩ ঘটিকায় উনার পাশ্ববর্তী এক দোকানের মালিক খবরদেন উনার রেশনসোপে দরজা খোলা রয়েছে। এই খবর শুনে রেশন ডিলার দ্রুত ছুটে আসে।
তিনি জানান এই চুরি কান্ডে রেশনের ৪ বস্তা চাউল যার মধ্যে ২০০ কেজি চাউল রয়েছে ও প্রায় ২৫ কেজি চিনি চুরি করেনিয়েছে নিশিকুটম্বের দল। অপরদিকে উনার পাশ্ববর্তী দোকানদার বিষ্ণু দাস জানান নিশিকুটম্বের দল উনার দোকানের তালা ভেঙ্গেছিলো কিন্তু লোকজনের উপস্থিতির টেরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। জানা যায় ভোর বেলা নিমন্ত্রন থেকে শান্তির বাজারের কিছু লোক বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়। তখন উনারা ব্লক সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনারা দেখতে পান একটি মারুতি ভেন ব্লকের পাশে দারিয়ে রয়েছে।
সেখানে কিছু লোককেও দেখতেপায়। কিন্তু নিশিকুটম্বে দল লোকজনের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।স্থানীয় লোকজনেরা নিশিকুটম্বদের পিছু ধাওয়া করেও আটক করতে পারেনি বলে জানা যায়।অবশেষে আজ দুপুরে এই চুরি কান্ডের সমস্ত ঘটনার বিবরন দিয়ে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়। এই নিয়ে শান্তির বাজার থানা কেইস নং ৫৭/২০২০ ও ৪৫৭ / ৩৮০ আই পি সি ধারায় এক মামলা হাতে নিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ নিশিকুটম্বদের আটক করতে কতটুকু সক্ষমহয়।