স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ১৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলছে ফিট ইন্ডীয়া ফ্রিডম রান। পশ্চিম জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় দৌড়। রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয় এই দৌড়। এর সুচনা করেন টি সি এর সভাপতি ডাঃ মানিক সাহা। ছিলেন টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ২০১৯ এর ২৯ সেপ্টেম্বরে দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধী স্টেডিয়ামে জাতীয় ক্রিড়া দিবসে এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেন। এর প্রায় ১ বছর অতিক্রান্ত।
ভারত বর্ষের সমস্ত বড় ক্রিড়া বিদদের সঙ্গে প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেন। সুস্বাস্থ্যের অধিকারী হলে সমাজ সুস্থ থাকবে। এটা দেসের কাজের জন্য সহায়ক হবে। রোগ মুক্ত থাকলে রাষ্ট্র নির্মাণে মানুষ ভাল ভাবে চালিয়ে জেতে পারবে। সবাই যাতে সুস্থ থাকলে শারীরিক কসরত করে তার বার্তা দেন টি সি এর সভাপতি ডাঃ মানিক সাহা। এই দৌড়ে টি সি এর সভাপতি ডাঃ মানিক সাহা, টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়।