স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ সেপ্টেম্বর।। ভারত সরকারের মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনোয়েবেল এনার্জি মন্ত্রক ও রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে সোলার ল্যাম্প প্রদান করার অঙ্গ হিসেবে আজ উদয়পুর মহকুমা বিদ্যালয় পরিদর্শক অফিসে উদয়পুর মহকুমা অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক/টিচার ইনচার্জদের হাতে সোলার ল্যাম্প বিতরণ করা হয়। উদয়পুর মহকুমা অন্তর্গত মাতাবাড়ি ব্লক, তেপানিয়া ব্লক ও উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলরের অন্তর্গত মোট ১৮২৫৪ জন শিক্ষার্থীর জন্য সোলার ল্যাম্প প্রদান করা হয়।
এই সোলার ল্যাম্পের বাজার দাম পাঁচশত টাকা হলেও শিক্ষার্থীদের কাজ থেকে নেওয়া হবে মাত্র দশ টাকা। এখানে উল্লেখ থাকে যে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সকল সরকারী স্কুলের শিক্ষার্থীরা এই সোলার ল্যাম্পর সুযোগ পাবে। এই সোলার ল্যাম্প সরবরাহ করেন এইচ পি এল কোম্পানি । একবার সম্পূর্ণ চার্জ হলে এই সোলার ল্যাম্প পাঁচ ঘন্টা আলো বিতরন করবে। পাঁচ বৎসরের ওয়ারেন্টি পিড়িয়ড থাকছে। উদয়পুর মহকুমা অন্তর্গত মোট ২৪৪টি বিদ্যালয়ে ( স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত বিদ্যালয় সহ) এ এই সোলার ল্যাম্প বিতরণ করা হয়।
এই সোলার ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা পরিদর্শক শ্রী সোমনাথ চক্রবর্তী, ডেপুটি আই এস পিনাকী রায়, প্রধান শিক্ষক কাজল দাস ও বাবুল মজুমদার , আবুল কালাম মৈসান সহ দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি করা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করে । এই সোলার ল্যাম্প বিতরণ অনুষ্ঠান চলবে আজ থেকে আগামী ১০ই অক্টোবর পর্যন্ত ।