স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর এলাকার পূর্ব চাঁদমারি থেকে একটি বাইক চুরি হয়েছে। বাইকের মালিকের নাম অসীম ঘোষ। সে বন্ধন ব্যাংকের কর্মী। ব্যাংকের কাছে এই বাইকটি দেখে সে কাজ করছিল। বিকেল তিনটে ত্রিশ মিনিট পর্যন্ত বাইকটি সেখা বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বাইকটি সেখানেই ছিল। সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ অফিস থেকে বের হয়ে বন্ধন ব্যাংকের কর্মী অসীম ঘোষ দেখতে পায় সেখানে তার বাইকটি নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি জিবি আউটপোস্ট এর পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জিবি আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। তবে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। রাজধানী আগরতলা শহর এলাকা থেকে বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে পূর্ব চাঁদমারি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বাইক চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। গত বেশ কিছুদিন ধরেই এই চক্রটি শহরের বিভিন্ন স্থানে বাইক চুরি করে চলেছে।
পুলিশ সক্রিয় রয়েছে বলে দাবি করলেও বা অসুরদের টিকির নাগাল পাচ্ছে না পুলিশ।পরপর এসব চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমশই কমছে।রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠছে। কিন্তু তারপরও পুলিশি ব্যবস্থা নড়বড়ে।