স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর।। বগাফা বনদপ্তরের খামখেয়ালীপনায় মৃত্যুর মুখে ঢলে পরছে পশুপাখি। ঘটনার বিবরনে জানাযায় বগাফা বনদপ্তরের অধিনে থাকা বনের পশুপাখি প্রকাশ্য দিবালোকে হত্যাকরছে কিছু সংখ্যক বনুদস্যু। এমিনিতে জঙ্গলে আগের মতো পশুপাখি নেই। যা কিছু পাখি রয়েছে তা খাবারের জন্য দিনের পর দিন হত্যাকরে যাচ্ছে বনদস্যুরা।এমনটাই চিত্র লক্ষ্যকরাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায়। সেখানে দেখাযায় কিছু সংখ্যক উপজাতি অংশের লোকজন খাবার সংগ্রহের জন্য বন্য পশু পাখিকে বেছে নিয়েছে।
উদের সঙ্গে কথাবলে জানাযায় উরা প্রতিদিন তিন থেকে চার জন বের হয় পাখি মারার জন্য। দিনের শেষে সকলে পাখি মেরে সেগুলিকে খাবার হিসাবে গ্রহন করে। এই দিকে এইভাবে প্রকাশ্য দিবালোকে পাখিমেরে প্রাকৃতিক ভায়সাম্য নষ্টকরায় তিব্র নিন্দা জানিয়েছেন শুভবুদ্ধী সম্পন্ন লোকজনেরা। জানাযায় বগাফা বন আধিকারিক জয়নাল্য ভট্টাচার্যি এই সব কিছু জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। জানাযায় বগাফা বন আধিকারিক ও জোলাইবাড়ী ফরেষ্ট রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস প্রতিনিয় এইভাবে বনদস্যুদের সমর্থন করে বনের গাছপালা, অবৈধভাবে নদীর বালী তোলা ও পশুপাখি হত্যা সমর্থন করেযাচ্ছেন।
উনাদের একটাই মুখ্য উদ্দ্যেশ্য দপ্তরকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা। উনারা পূর্বের দপ্তরের বিভিন্ন ঠিকেদারী কাজ উনাদের কাছের লোককে পাইয়ে দিয়ে প্রচুর পরিমানে অর্থ উপার্জন করেছেন। দপ্তরের খামখেয়ালিপনা পুনরায় দেখাগেলো আজ। এখন দেখার বিষয় বন সংরক্ষনে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।