স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর।। শান্তিরবাজারে মক্ষিরানীর আসর থেকে আটক এক যুবক। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ভারাটিয়া বাড়ীতে প্রতিনিয়ত মক্ষীরানির আনাগোনা থাকে। জানা যায় এই বাড়ীর মালিক মুহুরীপুরের বাসিন্দা। বাড়ীটি ফাঁকা থাকার কারনে জীরানিয়ার বাসিন্দা প্রীতম পাল বাড়ীটি ভারা নিয়ে বাড়ীতে মক্ষীরানির আসর বসিয়ে থাকেন বলে অভিযোগ এলাকাবাসীর।আজ উদয়পুরের বাসিন্দা সেন্টু মিয়া হিন্দু এক নাবালিকে নিয়ে এই বাড়ীতে উপস্থিত হয়।
ঘটনার খবর পেয়ে এলাকার কিছুসংখ্যক যুবক একত্রিত হয়ে শান্তির বাজার থানায় খবর দেয়। এলাকাবাসীর উপস্থিতির টের পেয়ে মেয়েটি বাড়ী থেকে পালিয়ে যায়। ঘটনার বিবরন জানতে চাইলে সেন্টু মিয়া জানায় মেয়েটি তার প্রেমিকা।লোকজনের ভয়ে সে ঘর থেকে পালিয়ে যায় বলে জানায় সেন্টু মিয়া ও প্রীতম পাল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেন্টু মিয়া কে আটক করে থানায় নিয়েযায়। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।