আমবাসা মহকুমা DWS অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসীরা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ সেপ্টেম্বর।।পানীয় জলের তীব্র সংকট চলছে আমবাসা মহকুমার বিভিন্ন এলাকায়। এসংকট দূরীকরণে ব্যর্থ আমবাসা মহকুমা প্রশাসক। আমবাসা মহুকুমার বিভিন্ন জায়গায় জলের সংকট তীব্র আকার ধারণ করছে।

বাধ্য হয়ে পথে নামছে এলাকাবাসীরা। সোমবারও সেই একই কাহিনী ধরা পড়ল। আমবাসা ব্লকের কুলাই নেতাজি নগর এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে জলের সমস্যায় ভুগছে এলাকাবাসীরা। জলের তীব্র সংকট দেখা দিয়েছে কুলাই নেতাজি নগর এলাকায়। বহুবার এলাকার নেতা থেকে শুরু করে পঞ্চায়েতে জানিয়েও সুরাহা কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার এলাকাবাসীরা একত্রিত হয়ে আমবাসা মহকুমা DWS অফিসে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ।

কথা বলে অবরোধকারীদের সাথে। এক সাক্ষাৎকারে একজন এলাকাবাসী জানায় দীর্ঘ প্রায় ছয় মাস ধরে জলের সমস্যা এলাকায়। গাড়ি করে জল দেওয়া হচ্ছে এলাকায়। কিন্তু তাতে সমস্যা সমাধান হচ্ছে না। এর আগেও জলের দাবিতে রাস্তা অবরোধ করেছিল এলাকার মানুষ। কিন্তু তারপরও কাজের কাজ কিছুই হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?