জন স্বার্থ মামলায় আরও বেশকিছু বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা প্রদানের নির্দেশ উচ্চ আদালতের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।।করোনা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী গৃহীত ব্যবস্থাদি সবিস্তারে জানাতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷ এছাড়া আরও কয়েকটি বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে আদালত৷

করোনা পরিস্থিতি নিয়ে সুয়োমোটো মামলায় আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ৷

প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল৷ হু হু করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর মিছিল শুরু হয়েছিল৷ প্রচুর অভিযোগ স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠতে শুরু করেছিল৷ তাতে ত্রিপুরা হাইকোর্ট সুয়োমোটো মামলা নিয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করে৷ কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ত্রিপুরা সফর করেছে, বিষয়টি নিয়ে হাইকোর্ট ওই দলের রিপোর্টও তলব করেছিল৷

আজ সোমবার ওই মামলায় শুনানি হয়েছে৷ করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে শুনানি পর্বে সকলে অংশ নিয়েছেন৷ অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, ত্রিপুরায় করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালত জানতে চেয়েছে৷

তাছাড়া বেসরকারি হাসপাতাল আইএলএস-এ করোনা চিকিৎসা খরচ অন্যত্রের তুলনায় কম না-বেশি তা-ও জানতে চেয়েছে আদালত৷ তিনি বলেন, বিমানবন্দর এবং রেল স্টেশনে করোনা-র নমুনা পরীক্ষা বন্ধ করেছে ত্রিপুরা সরকার৷ কারণ সেখানে আক্রান্তের হার খুবই সামান্য৷ তাই ত্রিপুরা হাইকোর্ট ওই পরীক্ষার সুযোগ অন্য স্থানে ব্যবহারের নির্দেশ দিয়েছে৷

অ্যাডভোকেট জেনারেল বলেন, জিবি হাসপাতালে করোনা চিকিৎসায় সিনিয়র ডাক্তারকে সামগ্রিক বিষয় নজরদারি রাখার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত৷ পাশাপাশি, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?