৯ দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান এসইউসিআইর

স্টাফ রিপোর্টার, আগরতলা , ২৮ সেপ্টেম্বর।। ৯ দফা দাবিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে এসইউসিআই৷সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআই নেতৃবৃন্দ বলেন,চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীর অভাবে রাজ্যে স্বাস্থ্যপরিসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷

উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য কর্মী নিয়োগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷রাজ্যের প্রধান হাসপাতাল জিবি সহ অন্যান্য হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষবার মান উন্নয়নের জন্য সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷জিবি আইজিএম সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগী মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন৷

হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন করা সম্ভব হলে বিনা চিকিৎসায় কিংবা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর হার অনেকটাই কমবে বলে মনে করে সংগঠন৷ এজন্য চিকিৎসক-নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের একতরফাভাবে দোষারোপ করলে চলবে না৷পরিকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দিতে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷

চিকিৎসায় যাতে কোনো ধরনের গাফিলতি করা না হয় সে বিষয়ে যত্নবান হওয়ার জন্য চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?