স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৮ সেপ্টেম্বর।।বিলোনিয়া বড়পাথরীতে সাংবাদিক নিগ্ৰহের ঘটনায় নন্দলাল শীল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিআর বাড়ি থানার পুলিশ তাকে আটক করে। ধৃত নন্দলাল শীল ঘটনার দিন সাংবাদিকদের প্রানে মারার জন্য টানা হেঁচড়া করে বড়পাথরী বাজারের পাশে জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগ।
একজনকে গ্রেফতার করলেও এখনো অধরা মুল মাষ্টার মাইন্ড সুব্রত দত্ত, মানিক মজুমদার, সজল বিশ্বাস । পিআর বাড়ি থানাতে মোট বার জনের নামে মামলা দায়ের করা হয়েছিল। এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ কি তাহলে বাকি অভিজুক্তদের আড়াল করার চেষ্টা করছে? যদিও পুলিসের দাবি বাকি অভিজুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এইদিকে পিআর বাড়ি থানার পুলিশ সোমবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে ধৃত নন্দলাল শীলকে সোপর্দ করে। আদালতে বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্ত নন্দলাল শীলকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী কৃষ্ণ মজুমদার।