মিজোরামে প্রচুর অস্ত্রশস্ত্র সহ তিন জনকে বিএসএফ আটক করেছে

অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। প্রচুর অস্ত্রশস্ত্র সহ তিন জনকে বিএসএফ আটক করেছে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় মিজোরামের মামিত জেলার পশ্চিম ফুলডুংশেই মহকুমার ভারত-বাংলা সীমান্তে বিএসএফ-এর ৯০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের ৩০টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সমেত আটক করতে সক্ষম হয়েছেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই সাফল্য মিলেছে বলে বিএসএফ দাবি করেছে।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিএসএফ ৯০ নম্বর ব্যাটেলিয়ানের এসকে পিল্লাইয়ের নেতৃত্বে এবং ডিআইজি কুলদীপ সিঙের পরিচালনায় পশ্চিম ফুলডুংসেই মহকুমায় বিশেষ অ্যাম্বুশ বয়। বিএসএফ জওয়ানরা এমজেড ০১ কে ৫২৬২ নম্বরের মহিন্দ্রা থার এবং এমজেড ০১ এল ৪৯৪৯ নম্বরের মহিন্দ্রা পিকআপ গাড়ি দক্ষিণ ফুলডুংসেই থেকে পশ্চিম ফুলডুংসেই যাওয়ার পথে বাংলাদেশ সীমান্তের ১৫ কিমি দূরত্বে আটক করতে সক্ষম হন।

ওই গাড়ির তিন আরোহী লালহুয়ানজাউভা (৫৬), ভানলালরুয়াত (২৫) এবং লিয়ানসঙ্গ (৪৬)-কে আটক করেছেন বিএসএফ জওয়ানরা। তারা তিনজনই মিজোরামের নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের কাছ থেকে ৩০টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। এগুলির মধ্যে রয়েছে ২৮টি একে সিরিজের রাইফেল, একটি ৫.৫৬ এমএম একে ৭৪ রাইফেল এবং একটি কার্বাইন ০.৩০, সাথে ৭,৮৯৪টি কার্তুজ যার মধ্যে ৭.৬২ এমএম বল ৫,৩৯৮টি, ৫.৫৬ এমএম সিটিএন ২,৪৯০টি এবং পয়েন্ট (.) ৩০-৬টি ও ২৮টি ম্যাগাজিন।

এগুলির মধ্যে ২৬টি একেএম ম্যাগাজিন, একটি ৭.৬২ এমএম একেএম বেল্ট এএমএমএন বাক্স-এর মতো ম্যাগাজিন এবং একটি কার্বাইন পয়েন্ট (.) ৩০ ম্যাগাজিন। এছাড়া, তাদের কাছে ৩৯,০২০ টাকা সহ বেশ কিছু আপত্তিজনক নথিও উদ্ধার হয়েছে। ধৃত তিনজনই স্বীকার করেছে, তারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই সব আগ্নেয়াস্ত্র ও গোলাবরুদ নিয়ে যাচ্ছিল। ঘটনাটিকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?