প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও ১০৩২৩ ভিক্টিমাইজ টিচার এসোসিয়েশানের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ সোমবার চক্রান্ত এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের বাসভবন ঘেরাও করেছেন৷ ত্রিপুরা সরকার শূন্যপদে তাঁদের নিয়োগের বন্দোবস্ত করছে৷ কিন্তু বিরোধীরা চাকরিচ্যুত শিক্ষকদের মন-মানসিকতা বিষিয়ে তুলছেন৷

তাতে ক্ষতি চাকরিচ্যুতদের হবে, দাবি করেন অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড টিচার্স সংগঠনের সভাপতি প্রদীপ বণিক৷ আজ দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে বিরোধী দলনেতার বাসভবন ঘেরাওমুক্ত হয়৷সম্প্রতি স্থায়ী সমাধানের দাবিতে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ মহাকরণ অভিযান করেছিলেন৷ তাঁরা দিনভর মহাকরণের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখেন৷

শিক্ষকদের ওই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান ছুঁড়তে হয়েছিল৷ তাতে কয়েকজন আহত হয়েন৷ আজ ওই আন্দোলনের পাল্টা দিতে ময়দানে নেমেছে অপর একটি সংগঠন৷প্রদীপ বণিকের কথায়, ২৫ বছরের বাম জমানায় স্বৈরাচারী শাসনের উজ্জ্বলতম দৃষ্টান্ত ১০৩২৩৷ আদালতের রায়ে গত ৩১ মার্চ আমাদের চাকরি বাতিল হয়েছে৷ তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনের প্রতি শ্রদ্ধা ছিল না৷

তাই, দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে শিক্ষার অধিকার আইন দেশে লাগু হওয়ার পর শিক্ষকতার চাকরি ছেড়েছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, পূর্বতন সরকারের ভুল নীতির কারণে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে৷ তাঁর দাবি, গৌহাটি হাইকোর্টের রায় মেনে কয়েকজন আবেদনকারীকে চাকরি দিলেই আজ আমাদের চাকরি বাতিল হতো না৷ তখন বামফ্রন্ট সরকারের স্বৈরাচারী মনোভাব আজ আমাদের পথে বসিয়েছে৷

প্রদীপ বণিক বলেন, পূর্বতন সরকারের ভুল বর্তমান সরকার সংশোধন করতে চাইছে৷ তাই আদালতের অনুমতি নিয়ে বর্তমান সরকার চাকরিচ্যুত শিক্ষকদের শূন্যপদে নিয়োগের উদ্যোগ নিয়েছে৷ তাঁর কথায়, চাকরির পরীক্ষায় অকৃতকার্য হলে আউটসোর্চিঙের মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ কিন্তু এই উদ্যোগ সংকীর্ণ রাজনীতির স্বার্থে ভেস্তে দিতে চাইছেন বিরোধীরা৷ তিনি সুর চড়িয়ে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার চাইছেন, চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধান না হোক৷

তাই, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে একাংশ চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে নামিয়েছেন৷ তাঁরাও মানিক সরকারদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়েছেন৷ তাই আজ বিরোধী দলনেতার সরকারি বাসভবন ঘেরাও করেছি আমরা৷ তাঁর মুখোশ খুলে দেওয়ার জন্যই আজ আমরা রাস্তায় নেমেছি, বলেন তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?