স্টাফ রিপোর্টার, কৈলাশহর, ২৯ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার কৈলাশহরের ইরানি থানা এলাকার ধুলিয়াকান্দির গ্রামে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন।সংবাদ সূত্রে জানা যায় ডিসিএম রূপক ভট্টাচার্যের কাছে সুনির্দিষ্ট খবর আসে ইরানি থানা এলাকার ধুলিয়াকান্দির গ্রামে ১৬বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে।সেই খবরের পরিপ্রেক্ষিতে ডিসিএম রূপক ভট্টাচার্য ইরানি থানার পুলিশকে সঙ্গে নিয়ে দোলিয়া কান্দি গ্রামে ছুটে যান। সেখানে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করেন।উভয় পরিবারের সঙ্গে ডিসিএম সহ প্রশাসনের কর্মকর্তারা কথা বলেন।
নাবালিকার বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে তাদের বুঝানো হয়। শেষ পর্যন্ত উভয়পক্ষ বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত উপনীত হয়। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা বিয়ের প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে গ্রামেগঞ্জে এই প্রবণতা এখনো বহাল তবিয়তে চলেছ। এ বিষয়ে অবশ্য সাধারন মানুষও এখন অনেকটাই সচেতন। জনগণ সচেতন থাকার কারণেই এইসব নাবালিকার বিয়ে বন্ধ করা প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে।কোন ভাবে যাতে নাবালিকার বিয়ে দেওয়া না যায় সে বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।