স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের বাড়ি চাকুরিচ্যুত শিক্ষকদের ঘেরাও-এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম গৌতম দাস বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ি ঘেরাও এর ঘটনা বিজেপির ঘৃন্য রাজনৈতিক বলে আখ্যায়িত করেছেন৷ প্রসঙ্গক্রমে গৌতমবাবু বলেন, বামফ্রন্ট সরকারের আমলে ১০৩২৩ জন শিক্ষক চাকুরি পেয়ে ছিলেন৷ সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকুরিচ্যুত হয়েছেন৷
তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে কেবিনেট চাকুরিচ্যুতদের নিয়োগের জন্য মন্ত্রীসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছিল৷ এর জন্য ১৩ হাজার অশিক্ষক পদ সৃষ্টি করা হয়েছিল৷ কিন্তু বর্তমান সরকার ঐ ১৩ হাজার পদে চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়োগ করেনি৷ তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনি ভিষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়োগ করবে৷ কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগ না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ি ঘেরাও করে ঘৃন্য রাজনীতির আশ্রয় নিয়েছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস অভিমত ব্যক্ত করেছেন৷