৫ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ছেলে- মেয়েদের কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।।২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় কৃমিনাশক দিবস। এই উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ১ থেকে ১৯ বছর বয়সের ছেলে- মেয়েদের কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে। এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন অঙ্গনওয়ারী ও আশা কর্মীরা। পশ্চিম জেলায় ২ লক্ষ ৮৫ হাজার ৯১০ জনকে কৃমি নাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

কোভিড ১৯ এর জন্য এখন স্কুল- অঙ্গনওয়ারী কেন্দ্র সব-ই বন্ধ। তাই রাজ্য সরকার সমস্ত সামনের সারির কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। তাঁরা সব রকম সুরক্ষা বিধি মেনে এই দিনে বাড়ি বাড়ি গিয়ে ১ থেকে ১৯ বছরের শিশু ও ছেলে -মেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়াবে। তাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে।

সোমবার সেই অনুয়ায়ী বাড়ি বাড়ি গিয়ে ১ থেকে ১৯ বছরের শিশু ও ছেলে -মেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রক্রিয়া শুরু হয়। এদিন শহরের বিভিন্ন ওয়ার্ড গুলিতে এই কাজে নিযুক্ত অঙ্গনওয়ারী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?