অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। মঙ্গলবার ফের নাকচ হয়ে গেল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। এদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে রিয়াকে। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর। সুশান্তের পরিবারের দাবি রিয়াই সুশান্তের মৃত্যুর জন্য দায়ি, সুশান্তকে মাদক দেওয়া থেকে তাঁর টাকা নয়ছয় সবেতেই নাকি জড়িত রিয়া চক্রবর্তী। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ঘটনার তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে।
সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদক যোগের অভিযোগ ওঠায় পৃথকভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। টানা তিন দিন ম্যারাথন জেরার পর গত ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। বর্তমানে মুম্বইয়ের মহিলা জেলে আছেন রিয়া। অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও কর্মচারী দীপেশ সাওয়ান্তকেও গ্রেফতার করেছে এনসিবি। জানা গিয়েছে, রিয়ার জামিনের বিরোধিতা করে এনসিবি এদিন আদালতে যে নথি জমা দিয়েছে তাতে বলা হয়েছে, রিয়াকে হাই সোসাইটির ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেছে এনসিবি।