অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। এবার করোনায় আক্রান্ত হলেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। জানা গিয়েছে, মঙ্গলবার তিনি রুটিন কোভিড টেস্ট করিয়েছিলেন। এদিন রাতেই সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উপরাষ্ট্রপতির সচিবালয় জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। করোনা পরীক্ষা করানো হয়েছিল ভেঙ্কাইয়া নাইডুর স্ত্রী উষা নাইডুরও। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।
সেল্ফ আইসোলেশনে আছেন তিনি। প্রসঙ্গত, গোটা বিশ্বের নিরিখে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সবথেকে বেশি বলে দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫১ লাখের বেশি। যা কিনা বিশ্বের সর্বাধিক। এক লক্ষ থেকে ১০ লক্ষ সুস্থ হয়ে ওঠার লক্ষ্য পূরণ করতে সময় লেগেছিল ৫৭ দিন। ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষ সুস্থ হয়ে উঠতে সময় লেগেছে ১১ দিন।
এই তথ্যটা খুবই সন্তোষজনক। দেশে মোট আক্রান্তের মধ্যে মাত্র ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় আক্রান্ত। সুস্থ হয়ে ওঠার হার ৮৩ শতাংশ। ১৫ সেপ্টেম্বর থেকে নতুন করে আক্রান্তের হার কমছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতি ১০ লক্ষ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কম। বিশ্বে এমনও দেশ রয়েছে যেখানে প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা ২০ হাজার। ভারতের সেখানে প্রতি ১০ লক্ষ্যে আক্রান্তের সংখ্যা ৪৪৫৩। ভারতের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে প্রতি ১০ লক্ষ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ গুণ বেশি।