অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। করোনাজনিত পরিস্থিতির কারণে নিদারুণ কষ্টে রয়েছেন যৌনকর্মীরা। বর্তমান পরিস্থিতিতে কবে তারা কাজ শুরু করতে পারবেন তা কেউ জানে না। কারণ যৌনকর্মীরাও মানুষ এবং কারোনাকে ভয় পান। সে কারণে যৌনকর্মীদের বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মঙ্গলবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রতিটি যৌনকর্মীকে বিনামূল্যে রেশন দিতে হবে।
রেশন দেওয়ার সময় তাদের পরিচয় পত্র দেখানোর জন্য কোনও রকম চাপ দেওয়া যাবে না। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে এমন প্রতিটি যৌনকর্মীকে রেশন দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, যৌনকর্মীদের মধ্যে অবিলম্বে শুকনো খাবার বিলি করতে হবে। কতজন যৌনকর্মী এই খাবার পেলেন সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে চার সপ্তাহের মধ্যে। বিচারপতির নাগেশ্বর রাও এবং অজয় রাস্তগীকে নিয়ে গঠিত দুই সদস্যের এক বেঞ্চ মঙ্গলবার এক নির্দেশে জানায়, আপাতত যৌনকর্মীদের শুকনো খাবার দেওয়া হোক।
যৌনকর্মীদের হাতে নগদ টাকা দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে বলে আদালত জানিয়েছে। প্রতিটি যৌনকর্মী যাতে সঠিক পরিমাণে রেশন পান তার জন্য রাজ্যগুলিকে ন্যাকোর সাহায্য নিতে বলেছেন আদালত। আদালত এদিন নির্দেশ দিতে গিয়ে জানায়, বেশ কিছু রাজ্য যৌনকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই যৌনকর্মীদের পরিচয় পত্র নেই। অনেকের রেশন কার্ড নেই। ফলে তাঁরা রেশন পাচ্ছেন না।
কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে যৌনকর্মীদের প্রত্যেককেই রেশন দিতে হবে। তাদের হাতে প্রয়োজনে রেশন কার্ড তুলে দিতে হবে। আদালত বান্ধব হিসেবে নিযুক্ত আইনজীবী পীযূষকুমার মিশ্র এদিন বলেন রাজ্যগুলি যাতে দায়িত্ব নিয়ে যৌনকর্মীদের ব্যাঙ্ক একাউন্ট খুলে দেওয়ার দায়িত্ব নেয় সে বিষয়ে আমরা জোর দিচ্ছি।