অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। মঙ্গলবার এয়ার চিফ মার্শাল জানিয়েছেন, আমাদের উত্তর ফ্রন্টিয়ারে বর্তমানে পরিস্থিতি থমথমে। না আছে শান্তি, না হচ্ছে যুদ্ধ। একটি কনফারেন্সে বায়ুসেনা প্রধান বলেন, ভারতীয় বায়ুসেনা খুব দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনী। তিনি বলেন, খুব সম্প্রতি বিমান বাহিনীর কাছে এসেছে রাফাল জেট।
এর আগে যে; সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্রাফট এসেছিল, সেগুলি ও চিনুক এবং অ্যাপাচে হেলিকপ্টার নিশ্চিত ভাবেই বিমান বাহিনীর হাত শক্ত করেছে। ভাদুরিয়া বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিগত ভাবে শত্রুপক্ষের থেকে ভালো সরঞ্জাম যেন থাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন ভারতীয় ও চিনা সেনার মৃত্যু হয়। তারপর ২৯-৩০ আগস্ট প্যাংগং লেকে কিছু গুরুত্বপূর্ণ পজিশন দখল করে ভারত। তখন থেকেই অচলাবস্থা চলছে।