অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খানকে শনিবার জিজ্ঞাসাবাদ করেন এনসিবি। তবে এদিন সারা একাই নয়, বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও জিজ্ঞাবাদ করেছিলেন এনসিবি।
সেই জেরায় সারা আলী খান স্বীকার করেছেন তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে থাইল্যান্ড গিয়েছিলেন। তবে সারাকে মাদক নেওয়ার কথা জিজ্ঞাসা করা হলে সারা আলী খান বলেন, আমি সিগারেট খেয়েছি, কিন্তু ড্রাগস নয়। ড্রাগস নিতো সুশান্ত সিং রাজপূত।
শুধু তাই নয়, সারা আলী খান দাবি করেন, শুটিংয়ের মাঝে সুশান্তকে বেশ কয়েকবার মাদক নিতে দেখেছেন তিনি। তবে একথা সারা একাই নয়, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও দাবি করেন। সারা এও দাবি করেন, সুশান্তের ফার্ম হাউসের পার্টিতে বেশ কয়েকবার উপস্থিত ছিলেন তিনি।সুশান্তের সেই পার্টিতে ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল ।
প্রসঙ্গত, সারা আলী খান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা করে নেন।সুশান্তের সঙ্গে নাকি ‘কেদারনাথ’ ছবির শুটিং চলাকালীন সম্পর্কে জড়িয়ে পড়েন সারা আলী খান। তবে সেই সম্পর্ক সারা ও সুশান্ত দুজনেই অস্বীকার করেছেন একাধিকবার।