কৃষ্ণনগর এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক চোর৷একটি ফলের দোকান থেকে ফল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে৷স্থানীয় জনগণ তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি সঙ্গে বেঁধে রাখেন৷

তারপর খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে এসে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এব্যাপারে পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ স্থানীয় জনগণের অভিযোগ প্রায় সময়ই কৃষ্ণনগর এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে৷

স্থানীয় লোকজন রাত চোরদের পাকড়াও করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন৷শেষ পর্যন্ত ফলের দোকানে চুরির ঘটনার সময় তাকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয়েছেন এলাকার জনগণ৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ পরপর এসব চুরির ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন জনগন দুশ্চিন্তায় পড়েছেন৷

রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকার রাত্রিকালীন নিরাপত্তাব্যবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে সংশয় দেখা দিয়েছে৷ আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?