প্রেমিকার খোলা স্তনে চুম্বন করার অপরাধে পদত্যাগ করতে হল সাংসদকে

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছিল জরুরি বৈঠক। সেই বৈঠক চকাকালীন প্রেমিকার খোলা স্তনে চুম্বন করার অপরাধে পদত্যাগ করতে হল আর্জেন্টিনার এক সাংসদকে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, দেশের কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন চলছিল। ওই অধিবেশনে করোনা মহামারীর রুখতে কি করা উচিত সে বিষয়ে ভার্চুয়াল বিতর্ক চলছিল। সে সময়ই জুয়ান এমিলো আমেরি নামে ওই সাংসদ প্রেমিকার স্তনে চুম্বন করেন। ওই ঘটনাটি ধরা পড়ে সরকারের ইউটিউবের লাইভ সেশনে। একই সঙ্গে কংগ্রেসের ব্যবস্থা করা বড় পর্দায় ওই দৃশ্য ভেসে ওঠে। তারপরেই জুয়ান এমিলো আমেরি পদত্যাগ করতে বাধ্য হন।

কংগ্রেসের নিম্নকক্ষ থেকে জানানো হয়েছে, জুয়ান উত্তর-পূর্ব এলাকা সালটার জনপ্রতিনিধি ছিলেন। শুক্রবার পেনশন তহবিল ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। হঠাৎ সে সময় আমেরির প্রেমিকা তাঁর কোলে এসে বসেন এবং ওই সাংসদ প্রেমিকার কালো টি শার্ট খুলে তাঁর স্তনে চুম্বন করেন। নিজের এই কর্মকান্ডের স্বপক্ষে আমেরি বলেন, তাঁর মনে হয়েছিল ওই সময় তিনি অফলাইনে রয়েছেন। তাই তাঁর প্রেমিকার সঙ্গে এই ঘনিষ্ঠতা। ওই সাংসদ আরও বলেন, তাঁর বাড়িতে ইন্টারনেটের ব্যাপক সমস্যা রয়েছে। যে সময় তাঁর প্রেমিকা তার ঘরে প্রবেশ করেন সে সময় তিনি ভেবেছিলেন যে ক্যামেরা বন্ধ রয়েছে।

সম্প্রতি তাঁর প্রেমিকার স্তনে অপারেশন হয়েছে। প্রেমিকা তাঁর ঘরে ঢুকলে তিনি তাঁকে বলেন, দেখি তোমার স্তনে কেমন অপারেশন হয়েছে। তাঁর ওই কথায় প্রেমিকা টি-শার্ট খুললে তিনি তাঁর স্তনে চুম্বন করেন। তবে এই ঘটনা মেনে নেননি দেশের প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্ডেজ। বিতর্কিত এই সাংসদ অবশ্য শাসক দলেরই সদস্য ছিলেন। উল্লেখ্য, আমেরি যে এই প্রথম এ ধরনের কাণ্ড ঘটালেন তা নয়। বরং করোনার জন্য এখন বেশিরভাগ দেশেই প্রশাসনিক বৈঠক হচ্ছে অনলাইনে। ওই সব বৈঠকের সময় অনেককেই ঘুমোতে দেখা গিয়েছে। কাউকে আবার যৌন কাজে যুক্ত থাকতে দেখা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?