স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৬ সেপ্টেম্বর।।পানীয় জলের দাবিতে ধলাই জেলার আমবাসার বাগমারা আমবাসা সড়কের কচুছড়ায় পথ অবরোধ করেন স্থানীয় জনগন৷ এলাকাবাসীর অভিযোগ এক মাসেরও বেশি সময় ধরে পাইপলাইনে তারা পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না৷ পাইপ লাইন দিয়ে ঝিরঝির করে যে জল আসে তা খাওয়ার অনুপযোগী৷
এসব জল খেয়ে এলাকার মানুষজন অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন৷এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েও কোন প্রতিকার মিলেনি৷এলাকাবাসী জানিয়েছেন অবিলম্বে তাদের এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে জল বাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির যথেষ্ট আশঙ্কা রয়েছে৷দীর্ঘদিন ধরে পাইপলাইনে পরিস্রুত পানীয় জল পেয়ে অভ্যস্ত ওইসব এলাকার মানুষজন এর বিকল্প জলের কোন উৎস নেই৷
স্বাভাবিক কারণেই পাইপলাইনের পানীয় জলে তাদের একমাত্র ভরসা৷বিগত এক মাস ধরে পরিস্রুত পানীয় জল সরবরাহ না করার ফলে এলাকার মানুষজন অসহায় হয়ে পড়েছেন৷ অবিলম্বে তাদের এলাকায় পাইপলাইনে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করার দাবিতে শনিবার তারা পথ অবরোধ করেন৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় বসেন৷
আলোচনাকালে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় খুব শীঘ্রই এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে৷প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসী পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷