প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যশবন্ত সিং

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যশবন্ত সিং। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন কোমায় আচ্ছন্ন থাকার ছিলেন তিনি। রবিবার সকালে তাঁর প্রয়াণ হয়। বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ তাঁর মৃত্যুতে ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, যশবন্ত সিং-কে তাঁর বুদ্ধিমত্তা ও দেশের সেবার জন্য চিরকাল সকলে মনে রাখবে৷ রাজস্থানে বিজেপিকে শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা।

১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বারমের জেলার জসোল গ্রামের এক রাজপুত পরিবারে জন্ম যশবন্ত সিং জসোলের। সেনাবাহিনীতে দীর্ঘ চাকরিজীবন শেষ হলে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। ১৯৮০ থেকে ২০১৪– দীর্ঘ ৩৪ বছর ধরে সাংসদ ছিলেন তিনি। অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীনন মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন যশবন্ত, যার মধ্যে ছিল অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক। ১৯৯৮-৯৯ সালে তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে দিল্লির মসনদ বিজেপি-র হাতছাড়া হলে তিনি রাজ্য সভার বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেন।

পাশাপাশি ২০০৯ সালে তাঁর লেখা বইয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার প্রতি সহমর্মিতা দেখানোয় তিনি নিজের দলের কাছে ক্রমশ অপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যশোবন্ত সিংহ ছিলেন দার্জিলিঙের সাংসদ। ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও। ২০১৪ সালের ৭ অগস্ট নিজের বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে জ্ঞান হারান বর্ষীয়ান এই নেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি গভীর কোমায় আচ্ছন্ন হন। চিকিৎসকদের অনেক চেষ্টাতেও এই অবস্থা থেকে তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?