অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।লুডো খেলায় হেরে গিয়ে বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করল ২৪ বছরের মেয়ে। করোনাজনিত কারণে লকডাউন চলছে। তাই অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না। সময় কাটাতে পরিবারের সদস্যরা কখনও নিজেদের মধ্যেই তাস, কখনওবা লুডো কখনওবা ক্যারাম খেলে সময় কাটাচ্ছেন।মধ্যপ্রদেশের ভূপালে একটি পরিবার এভাবেই লুডো খেলে সময় কাটাচ্ছিল। কিন্তু সামান্য লুডো খেলা নিয়ে মামলা গড়াল আদালতে। বাবার বিরুদ্ধে পারিবারিক আদালতে আভিযোগ জানাল মেয়ে।
ওই পরিবারে লুডো খেলার সময় বাবার কাছে হেরে যায় মেয়ে। এর পরেই মেয়ে পারিবারিক আদালতে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ২৪ বছরের ওই তরুণীর অভিযোগ করেন, তাঁর বাবা লুডো খেলায় জোচ্চুরি বা চিটিং করেছেন। সামান্য একটি খেলায় জেতার জন্য বাবা অসৎ কৌশল অবলম্বন করায় তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানান ওই তরুণী। পারিবারিক আদালতের কাউন্সিলর সরিতা দেবী এই ঘটনাটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। সরিতা বলেন, মেয়ে বাবার উপর ভরসা করে ছিল। কিন্তু বাবা যে তাকে ধোঁকা দেবে সেটা সে ভাবতেই পারেনি।
সে কারণেই মেয়েটি আদালতের দ্বারস্থ হয়েছে। সরিতা জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ওই তরুণীর সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবেন। লুডো, ক্যারাম, খেলতে গিয়ে এ ধরনের চিটিংয়ের ঘটনা হামেশাই ঘটে থাকে। সাধারনত ছোটরা হেরে গেলে কান্নাকাটি শুরু করে। কখনওবা ছোটরা বড়দের উপর চড়াও হয়। কিন্তু এই সামান্য খেলা নিয়ে কেউ যে আদালতের দ্বারস্থ হতে পারে এ যেন এক অস্বাভাবিক বিষয়।