স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৭ সেপ্টেম্বর।। ধলাই জেলার এডিসি এলাকার অন্তর্ভুক্ত লংতরাই ভ্যালি মহকুমা বন বিভাগের ইকো পার্কটি পর্যটনের ক্ষেত্রে বড় সম্ভবনাময়। মোট ৬৫ একর জমি নিয়ে ২০১৪ সালে পার্কটি নির্মাণের পর পার্কটির রেভিনিউ দিন দিন বেড়েই চলেছে। পার্কটির চারদিক জুড়ে রয়েছে সবুজায়ন। স্থানীয়রা সময় কাঠানো ও বিনোদনের জন্য পার্কটিতে এসে আড্ডা জমায় প্রায়শই। ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকসমাগম ঘটে এই পার্কে। পার্কটির দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ গোপাল নাথ জানান ধলাই ও উত্তর জেলার মানুষের কাছে পার্কটি অত্যন্ত জনপ্রিয়।
বছরে পঁচিশ ত্রিশ হাজার লোক এই পার্কে আসে। এতে দপ্তর অর্থনৈতিক ভাবে লাভবান হয়। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপের জেরে পার্কটি বন্ধ রয়েছে। তবে বন দপ্তর আশাবাদী লংতরাই ভ্যালি ইকো পার্কটি আগামীদিনে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।