রেল এবং বিমানের সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা বাতিল করা হয়েছে ত্রিপুরায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।।ত্রিপুরায় রেল এবং বিমানের সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা বাতিল করা হয়েছে৷ স্বাস্থ্য দফতর এখন তার প্রয়োজনীয়তা বোধ করছে না৷ তবে, স্ক্রিনিং বন্ধ হবে না৷ প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে৷ তাতে করোনা উপসর্গ দেখা দিলে ওই যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে৷

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ত্রিপুরায় গত কয়েকদিনে রেল এবং বিমান যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা খুবই সামান্য৷ তাই, প্রত্যেক যাত্রীর নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা নেই৷ তবে শুধু করোনা-র উপসর্গ রয়েছে এমন যাত্রীদের এখন থেকে নমুনা পরীক্ষা করা হবে৷ এছাড়া প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং যথারীতি চালু থাকবে৷

এ-বিষয়ে এমবিবি বিমানবন্দরের জনসংযোগ আধিকারিক বলেন, প্রত্যেক যাত্রীর নমুনা সংগ্রহে অনেক সময় ব্যয় হয়৷ এতে যাত্রীরা বিরক্ত হন৷ তাই ত্রিপুরা সরকার এখন শুধু করোনা উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে৷ এ-ক্ষেত্রে বিমানবন্দরে চিকিৎসকদের একটি টিম সর্বক্ষণের জন্য থাকবে৷ প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করে প্রয়োজনে নমুনা পরীক্ষার ব্যবস্থা করবেন তাঁরা, বলেন তিনি৷

প্রসঙ্গত, ত্রিপুরায় শুরুতে ৫:১ অনুপাতে বিমান এবং রেল যাত্রীদের নমুনা পরীক্ষা করা হতো৷ পরবর্তী সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সমস্ত যাত্রীর নমুনা পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছিল৷ কিন্তু এখন বিমান এবং রেল যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?