গনমুক্তি পরিষদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ শান্তিরবাজারে

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৭ সেপ্টেম্বর।। উপজাতি গনমুক্তি পরিষদের শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্দ্যোগে ১১ দফার দাবির ভিত্তিতে মিছিল ও সমাবেশের আয়োজন করাহয়েছে। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন গনমুক্তি পরিষদের শান্তির বাজার মহকুমা সম্পাদক পরিক্ষিৎ মুড়াসিং, গন আন্দোলনের নেতা শ্রীমন্ত দে, অঞ্চল কমিটির সম্পাদক ও অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।গনমুক্তি পরিষদ কতৃক আয়োজিত আজকের এই মিছিলটি শান্তির বাজারের মুড়াসিং পাড়া ও উত্তর তাকমা দুই জায়গা থেকে পৃথকভাবে সংগঠিত হয়ে ড্রপগেইট এলাকায় এসে পথ সভায় মিলিত হবার কথাছিলো।

এরইমধ্যে উত্তর তাকমা থেকে একটি মিছিলের রেলি ড্রপগেইট সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ড্রপগেইট এলাকায় কিছু সংখ্যক বাইক বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে। পরবর্তী সময় মুড়াসিং পাড়া থেকে আগত রেলির লোকজন ড্রপগেইট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকলে একত্রিত হয়ে বাইক বাহিনীর উপর পাল্টা আক্রমন শুরু করে। এতেকরে বাইক বাহিনী বাইক রেখে প্রান রক্ষারজন্য পালিয়ে যায়। এরইমধ্যে গনমুক্তি পরিষদের কর্মীরা ক্ষুব্ধহয়ে বাইক বাহিনীর বাইক গুলো ভাংচুর করে।পরবর্তী সময় ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহীনি।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই মিছিল সম্পর্কে পুলিশের পতিক্রিয়ায় শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান প্রসাশনিক কোনোপ্রকার অনুমতি ছারাই গনমুক্তি পরিষদের কর্মীরা এই মিছিল সংগঠিত করেছে। যারফলে পরবর্তী সময় উনারা কোনো প্রকার পথসভার আয়োজন করতে পারেননি। আজকের এই মিছিল ও সংঘর্ষকে ঘিরে সমগ্র শান্তির বাজার এলাকা জুরে অশান্তির বাতাবরন সৃষ্টি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?