স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রবিবার ভট্টপুকুর শুকতারা সংঘ সাংবাদিক সম্মেলন করে। দুর্গোৎসবের অপেক্ষায় থাকে আপামর মানুষ। কিন্তু বর্তমানে করোনা মহামারীর কারনে বেশ কিছু নির্দেশকা জারি করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কাজ করে চলেছে। এই অবস্থায় ভট্টপুকুর শুকতারা সংঘ সিদ্ধান্ত নিয়েছে এবারের পূজার আয়োজনে কোন ব্যক্তি বা পরিবার থেকে চাঁদা নেওয়া হবে না।
ক্লাবের ফান্ডে যে টাকা আছে সেই টাকা দিয়ে মায়ের আরাধনা নিয়ম নিষ্ঠার সঙ্গে করবে ভট্টপুকুর শুকতারা সংঘ। কোন ধরনের আরম্বরতায় যাবে না ক্লাব। বিতরণ করা হবে না প্রসাদ। এবার পুরোপুরি মানুষকে রিফিল দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা গুলির কাছে আহ্বান জানান এই সময় সকলকে সুরক্ষিত রাখতে এবারের পুজো চাঁদা মুক্ত করার জন্য। যারা এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তাঁদের কুর্নিশ জানান শুকতারা সংঘের সম্পাদক অসীম ভট্টাচার্য।