তামাকজাত পণ্যের খুচরো বিক্রি নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। বহু মানুষ আছেন যারা দোকানে গিয়ে একটা বা দু’টো সিগারেট বা বিড়ি কিনে থাকেন। এ ধরনের ধূমপায়ীরা এবার চরম সমস্যার মুখে পড়তে চলেছেন। কারণ সরকারি নির্দেশে আর একটি বা দু’টি সিগারেট বা বিড়ি বিক্রি করা যাবে না। কাউকে সিগারেট বা বিড়ি কিনতে হলে কিনতে হবে একটি গোটা প্যাকেট। ধূমপানের পরিমাণ কমাতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই নির্দেশিকা এ রাজ্যে নয়, নির্দেশ জারি করেছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। রাজ্য সরকারের নির্দেশে ধূমপায়ীরা সমস্যায় পড়লে ঠাকরে সরকারের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

বিশেষ করে চিকিৎসক মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার। উল্লেখ্য দেশের মধ্যে মহারাষ্ট্রই হল প্রথম রাজ্য যেখানে খোলা বাজারে খুচরা বিড়ি বা সিগারেট বিক্রি নিষিদ্ধ হল। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের সচিব প্রদীপ ব্যাস জানিয়েছেন, সিগারেট, বিড়ি এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন ২০০৩-এর ১২ নম্বর ধারার আওতায় আর খোলা বাজারে তামাকজাত পণ্য খুচরো বিক্রি করা যাবে না। খুচরা বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।প্রসঙ্গত, ভারতে ধূমপানের প্রবণতা ক্রমশই বাড়ছে। বিশেষ করে অল্পবয়সি ছেলেমেয়েরা ধূমপানে আসক্ত হয়ে পড়েছে।

কিন্তু কম বয়সীদের বেশিরভাগেরই গোটা প্যাকেট কেনার মতো আর্থিক সামর্থ্য নেই। তাই তারা একটি বা দু’টি করে বিড়ি,সিগারেট কিনে থাকে। কিন্তু খুচরা বিক্রি বন্ধ হয়ে গেলে এই অল্পবয়সি ধূমপায়ীদের ধূমপানের প্রবণতা অবশ্যই কমবে বলে মনে করা হচ্ছে। এক সমীক্ষায় জানা গিয়েছে তামাকজাত পণ্যের উপর ১৮ শতাংশ কর চাপানোর ফলে ধূমপায়ীদের সংখ্যা অনেকটাই কমেছে। কিন্তু অধিকাংশ মানুষ যেহেতু একটি, দু’টি বিড়ি বা সিগারেট কিনতে অভ্যস্ত তাই ১৮ শতাংশ করের বোঝা তাদের অনেকের কাছেই মালুম হয় না। সে কারণেই মহারাষ্ট্র সরকার সে রাজ্যে তামাকজাত পণ্যের খুচরো বিক্রি একেবারেই নিষিদ্ধ করল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?