অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।এবারের আইএসএল ডার্বিতে লোপেস আন্তোনিও হাবাসের প্রতিপক্ষ শিবিরের ডাগআউটে কি দেখা যাতে পারে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে? এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবলমহলে। এবং তা যদি হয়, তবে গোয়ার মাটিতে নতুন মাত্রা পেতে চলেছে আইএসএল।শোনা গিয়েছে, তিন সপ্তাহ আগে রবি ফাউলারের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। ৪৫ বছরের প্রাক্তন ইংল্যান্ড তারকা গত মাস পর্যন্ত ছিলেন অস্ট্রেলিয়া লিগের দল ব্রিসবেন রোর এফসি-র। তাঁর তত্ত্বাবধানে লিগে চতুর্থ হয়েছে ব্রিসবেন রোর দল।
তাঁকে পাওয়ার জন্য মরিয়া লাল-হলুদ কর্তারা। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন ফাউলার। ২৩৬ ম্যাচে ১২০ গোল ছিল তাঁর। পরে খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটি, লিডস ইউনাইটেড দলের হয়েও। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৬টি ম্যাচ। গোল ছিল সাতটি।২০১১ সাল থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন তিনি। যুক্ত হন তাইল্যান্ডের ক্লাব মুয়াঙথং ইউনাইটেড ক্লাবের সঙ্গে। সেখানে তিনি কোচ হিসেবে এক বছর কাজ করেন। ২০১৩ সালে লিভারপুল অ্যাকাডমিরও দায়িত্ব নেন তিনি। মাঝে দীর্ঘ বিরতির পরে ফাউলার যোগ দেন ব্রিসবেন রোর এফসিতে। এই বছরে করোনা অতিমারির সময় তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁর কাছে ইতিমধ্যে এশিয়ার আরও কয়েকটি ক্লাব থেকে কোচিং করোনার প্রস্তাব এসেছে। ফাউলার বলেছেন, “কোন ক্লাব বলব না, তবে এশিয়ার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে।
কোচিং করানোর প্রস্তাব এসেছে আমেরিকার কয়েকটি ক্লাব থেকেও। তবে আমি সে সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাই না।” ইস্টবেঙ্গল কর্তারাও এই বিষয়ে গোপনীয়তা অবলম্বন করে এগোচ্ছেন। পাশাপাশি এও শোনা গিয়েছে ইস্টবেঙ্গলের সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ফুটবলার রেনেডি সিংকে। প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা এই মুহূর্তে এফপিএ সংস্থার সঙ্গে যুক্ত। তবে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে কর্তাদের কথাবার্তা অনেকটাই পাকা হয়ে গিয়েছে।