অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।শনিবার তাঁর অপরাজিত ৭০ রান কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছে প্রথম জয়। কিন্তু তার পরেও শুভমন গিল নিজেকে শান্ত রাখতেই বেশি পছন্দ করছেন। কেকেআর ওপেনার জানিয়েছেন, শুরুতে ব্যাটিং করার সুবাদে তিনি দলকে জয়ের রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন। তার বাইরে কোনও বিশেষত্ব নেই।পাঞ্জাবের তারকা বলেছেন, “আমার পরিকল্পনা খুব স্পষ্ট ছিল। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। লক্ষ্য খুব বড় ছিল না, তাই আমাকে বিশেষ জোর দিতে হয়েছিল যেন পুরো সময়টা উইকেটে থাকতে পারি। তাতে দলেরও সার্বিকভাবে আত্মবিশ্বাস বাড়বে।
তাছাড়া একজন ওপেনার হিসেবে দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়া দায়িত্বের মধ্যেই পড়ে। কে ওপেন করবে অথবা করবে না, সেটা দল ঠিক করবে। তবে আমি সেই দায়িত্ব পেয়েছি এবং যা করণীয়, সেটাই করেছি। এটার মধ্যে আর কোনও বিশেষত্ব নেই।”শুভমন জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তিনি বিশেষভাবে জোর দিয়েছেন পাওয়ার হিটিংয়ের উপরে, যেটা শনিবার খুব ভাল কাজে এসেছে। তিনি বলেছেন, “উইকেটে বল খুব একটা টার্ন করছিল না। ফলে বলে হিট করা সহজ হয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে এই পাওয়ার হিটিংয়ের উপরে আমি খুব জোর দিয়েছি।
আর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে জয়ে ফেরা খুবই দরকারি ছিল। তাই আমি এবং মর্গ্যান নিজেদের মধ্যে খুব বেশি আলোচনা না করে রানটা এগিয়ে নিয়ে গিয়েছি। বরং আমরা এটা বোঝার চেষ্টা করছিলাম, বোলাররা কী ধরনের বৈচিত্র আনার চেষ্টা করছে। সেই মতো আমরাও নিজেদের খেলার ধরন বদলানোর চেষ্টা করেছি।”