অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।এবার কোভিড পজিটিভ বিগ বস ১৩-র প্রতিযোগী তথা পাঞ্জবি অভিনেত্রী-গায়িকা হিমাংশী খুরানা। রবিবার নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন হিমাংশী। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর পাঞ্জাবে কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় পাটিয়ালায় আয়োজিত বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন হিমাংশী। এদিন সোস্যাল মিডিয়ায় হিমাংশী লেখেন, ইনস্টাগ্রাম পোস্টে হিমাংশী লেখেন- ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি কোভিড-১৯ পজিটিভ।
সব রকম সুরক্ষা মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হলাম। আপনারা জানেন, গত পরশু দিন আমি প্রতিবাদের অংশ হয়েছিলাম। ওই এলাকাটা জনবহুল ছিল, তাই ভাবলাম শ্যুটিং শুরুর আগে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিই। সেখানে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে হিমাংশীর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে চিন্তিত অনুরাগীরা। তবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অগুনতি ভক্ত। এদিন ইনস্টা পোস্টে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার সময়েও সুরক্ষাবিধি মেনে চলার আবেদন জানান হিমাংশী। তিনি লেখেন, ‘যেকোনও প্রতিবাদে যোগ দেওয়ার সময় সকলের মনে রাখা উচিত যে আমরা অতিমারীর সঙ্গেও লড়াই করছি। তাই নিজেদের সুরক্ষার দিকটাও খেয়াল রাখা উচিত।’