অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। শনিবার বিকেল নাগাদ পাঁচ ঘণ্টার জেরা শেষে এনসিবির দফতর থেকে বের হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এনসিবির দফতর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে পড়েন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী।
জানা গিয়েছে, এনসিবি’র জেরার মুখে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে মাদক সেবনের কথা স্বীকার করেননি বলে জানা গিয়েছে।এদিন বেলা দশটা নাগাদ তাঁকে এনসিবির দফতরের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই তিনি সেখানে পৌঁছে যান।
তবে নিজের গাড়িতে না এসে অন্য একটি ছোট গাড়িতে এনসিবির অফিসে আসেন দীপিকা। মিডিয়ার নজর এড়াতেই তিনি নিজের ফ্ল্যাট থেকে না এসে শুক্রবার রাতেই চলে যান একটি পাঁচতারা হোটেলে। সেখান থেকে এদিন সরাসরি পৌঁছন এনসিবি দফতরে। জানা গিয়েছে রাতে বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে একটানা বৈঠক করেন দীপিকা। স্ত্রীর সঙ্গে সেখানে হাজির ছিলেন রণবীর সিংও।
উল্লেখ্য, দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকা তা কার্যত স্বীকার করে নেন ‘পদ্মাবতী’ । তিনি ওই গ্রুপের অ্যাডমিনও ছিলেন। শুক্রবারই করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।