করোনার প্রভাব রাজ্যে পালিত হল না বিশ্ব পর্যটন দিবস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। আজ বিশ্ব পর্যটন দিবস।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এবছর ঘটা করে রাজ্যে কোন অনুষ্ঠান করা হয়নি। রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায় রাজ্যবাসীকে পর্যটন দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় পর্যটন মন্ত্রী বলেন এ বছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে পর্যটন দিবস উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা না হলেও আগামী বছর যথাযোগ্য মর্যাদায় পর্যটন দিবস পালন করা হবে।তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে রাজ্যবাসী খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনযাপন করছেন।

ঘটা করে পর্যটন দিবস পালন করার বদলে রাজ্যবাসী যেভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন।করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাবধান ও সর্তকতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী।a3 রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন রাজ্য সরকার পর্যটন শিল্পে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।রাজ্য সরকার পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়েছে বলেই পর্যটন শিল্প দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মানুষের কাছে পৌঁছেছে। রাজ্যের পর্যটন ক্ষেত্র বিশ্বদরবারে স্থান পাচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।প্রসঙ্গক্রমে পর্যটন মন্ত্রী জানান আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করার কারণেই রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্প গুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।তবে পর্যটন ক্ষেত্রগুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। যাবতীয় জিনিসের মান্য করে পর্যটকদের পর্যটন কেন্দ্রে যেতে হবে। পর্যটন কেন্দ্রগুলোতে যথাযথভাবে সেনিটাইজেশন এর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী।এদিন রাজ্যের পর্যটনশিল্পকে গোটা বিশ্বের দরবারে আরো বেশি পরিমাণে পৌঁছে দেবার ওপর গুরুত্ব আরোপ করেছেন পর্যটনমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?