দুর্গাবাড়ি চা বাগান এলাকা থেকে দশটি ভিটুমিন ড্রাম সহ একটি গাড়ি আটক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকা থেকে দশটি ভিটুমিন ড্রাম সহএকটি গাড়ি আটক করেছে৷জানা যায় গত ৯ সেপ্ঢেম্বর মধ্য ভবন এলাকা থেকে এক থেকে দশটি বিটুমিন রাম চুরি হয়ে গিয়েছিল৷

এ ব্যাপারে ঠিকাদার গৌতম বণিক রামনগর আউটপোস্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন৷অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিটুমিন দামগুলো উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে৷ গতকাল রাতে রামনগর আউটপোস্ট এর পুলিশ সুনির্দিষ্ট খবর পায় যে দুর্গাবাড়ি চা বাগানে একটি গাড়িসহ বিটুমিন ড্রাম গুলো রয়েছে৷

সেই খবরের পরিপ্রেক্ষিতে রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকায় তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে দশটি বিটুমিন ড্রাম সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷গাড়িসহ বিটুমিন গুলো থানায় নিয়ে আসা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?