স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকা থেকে দশটি ভিটুমিন ড্রাম সহএকটি গাড়ি আটক করেছে৷জানা যায় গত ৯ সেপ্ঢেম্বর মধ্য ভবন এলাকা থেকে এক থেকে দশটি বিটুমিন রাম চুরি হয়ে গিয়েছিল৷
এ ব্যাপারে ঠিকাদার গৌতম বণিক রামনগর আউটপোস্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন৷অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিটুমিন দামগুলো উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে৷ গতকাল রাতে রামনগর আউটপোস্ট এর পুলিশ সুনির্দিষ্ট খবর পায় যে দুর্গাবাড়ি চা বাগানে একটি গাড়িসহ বিটুমিন ড্রাম গুলো রয়েছে৷
সেই খবরের পরিপ্রেক্ষিতে রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকায় তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে দশটি বিটুমিন ড্রাম সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷গাড়িসহ বিটুমিন গুলো থানায় নিয়ে আসা হয়েছে৷