অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।।ব্রাজিলের আট এবং ফিজির এক বিদেশি ফুটবলারকে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে খেলতে আসার অনুমতি দিয়েছে সেই দেশের সরকার। খুব তাড়াতাড়ি এই ফুটবলাররা পৌঁছে যাবেন গোয়ার প্রস্তুতি শিবিরে। যার অর্থ, করোনা অতিমারির কারণে ফিজির তারকা রয় কৃষ্ণকে নিয়ে এটিকে মোহনবাগান সমর্থকদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা দূর হয়ে গেল। তাঁকে এবারও দেখ যাবে আইপিএলে।কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এখনও পর্যন্ত আইএসএলে দশ বিদেশিকে ভারতে আসার অনুমতি দিয়েছে। তার মধ্যে নজন ফুটবলার এবং একজন কোচিং স্টাফ। এই বিষয়ে আইএসএলের আয়োজনক এফএসডিএল-কেও প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে বিদেশি ফুটবলারদের পক্ষে গোয়ায় পৌঁছনো নিয়ে আর কোনও জটিলতায় পড়তে হবে না। এটিকে মোহনবাগানের তারকা রয় কৃষ্ণ এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছেন।
তিনি নিজের দেশ ফিজি ছেড়ে নিউজিল্যান্ডে এসেছেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে কাটাতে। সেই পর্ব শেষ হলে হবে করোনার পরীক্ষা। ভারতে আসার আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে তাঁকে। তিনটি পরীক্ষার ফল নেগেটিভ এলে কৃষ্ণ চলে আসবেন ভারতে।ওড়িশা এফসির তিন ব্রাজিলীয় মার্সেলিনহো, দিয়েগো মসিরিও এবং রোজেরিও রামোস (যিনি গোলকিপার কোচ), বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসির দুই ব্রাজিলীয় তারকাও দেশ থেকে রওনা হয়েছেন আইএসএলে খেলতে। সেই দলের সঙ্গে রয়েছেন হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসি দলের বিদেশি। এরা সকলেই লন্ডন হয়ে এই সপ্তাহেই গোয়ায় পৌঁছে যাবেন। ব্রাজিলীয় ফুটবলারদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকতে হবে লন্ডনে। সেখানে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই তাঁরা ভারতে আসার বিমানে উঠতে পারবেন।
ইতিমধ্যে এটিকে মোহনবাগান-সহ বেশ কয়েকটি দল গোয়ায় পৌঁছে গিয়েছে। সমস্ত দলের ফুটবলারদের আগামী দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারই মধ্যে হবে পাঁচবার করোনার পরীক্ষা। বেঙ্গালুরু এফসি দলের ফুটবলাররা ইতিমধ্যে বেলারিতে তাদের শিবির শুরু করে দিয়েছে। গোয়ায় পৌঁছনোর আগে সুনীল ছেত্রীদের তিন দফা করোনার পরীক্ষা হবে। এদিকে, আইএসএলে ইস্টবঙ্গল অংশ নেওয়ায় উল্লসিত এফএসডিএল-এর কর্ণধার নীতা আম্বানী। তিনি বলেছেন, “আইএসএলে স্বাগত জানাই ইস্টবেঙ্গলকে। কলকাতার দুই সেরা ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএলে যুক্ত হওয়ার কারণে ভারতীয় ফুটবল অনেক বেশি উন্নত হবে। ভবিষ্যতে নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে নতুন এক দিকের উন্মোচন ঘটবে। ভারতীয় খেলাধুলোর মানচিত্রে ফুটবলকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।”