স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৫ সেপ্টেম্বর।।বিলোনিয়ার মতাইয়ের পর আবারো বড়পাথরীতে দুজন সংবাদ প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত৷ অবিলম্বে দুষৃকতিকারীদের চিহ্ণিত করে গ্রেপ্তার করার দাবি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দক্ষিণ জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক ও বিলোনিয়া পুলিশ আধিকারিকের নিকট সাক্ষাৎকার করে এই কথাগুলো বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা৷
শুক্রবার আরেকটা শান্তুনু ভৌমিকের মত ঘটনা ঘটে যেত বিলোনিয়াতে৷ পুলিশ ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগনের সহায়তায় শান্তুনু ভৌমিকের মত ঘটনার হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার দুই জন সংবাদ মাধ্যমের প্রতিনিধি৷জেলা শাসকের সামনে ঘটনার বিস্তারিত মুলে জান যায়৷বিলোনিয়ার ভাতখোলাতে রাজনৈতিক সন্ত্রাশ চলছে এই খবরের ভিত্তিতে শুক্রবার সকালে সাংবাদিক সুমন নাগ ও সমীর কান্তি দেবনাথ সংবাদ সংগ্রহের উদ্দ্যেশে বড়পাথরী যাওয়ার পর, দেখতে পায় বড়পাথরী বাজারে একটি কাপড়ের দোকান ভাঙ্গচুর চালাচ্ছে একদল বাইক বাহিনী৷ সেই ঘটনা দেখার পর মোবাইলে ভাঙ্গচুরের ঘটনার দৃশ্য তুলতে গিয়ে চক্ষুস্থুল হয়ে যায় তারা৷
সাথে এই বাইক বাহিনীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, কিল ঘুসি লাথি দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল ভেঙ্গে ফেলার জন্য আছাড় দিতে থাকে৷ মোবাইলে যাবতীয় তথ্য লোপাট করে দেয় বাইক বাহিনী দুসৃকতিকারীরা৷ একসময় সাংবাদিক সমীর কান্তি দেবনাথকে বাজারের পেছনের জঙ্গলের দিকে নিয়ে যেতে টানা হেঁচড়া শুরু করে দেয়৷ সেখান থেকে কোনমতে নিজেকে রক্ষা করে মহকুমা পুলিশ আধিকারীকে খবর দেওয়া হয়৷ পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে বাইক বাহিনীর হাত থেকে রক্ষা করে তাদেরকে৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পিআর বাড়ির থানার ওসি৷ আক্রান্ত সাংবাদিকরা সুব্রত দত্ত, মানিক মজুমদার , সজল বিশ্বাস , শ্যামল বিশ্বাস নামে এই চার জন হামলাকারির বিরুদ্ধে মামলা দায়ের করে পিআর বাড়ি থানাতে৷ প্রশাশন যদি অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন না করে , বিলোনিয়া সাংবাদিকরা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেয়৷