স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।।নতুন ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়৷ তাঁর জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করে এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷
আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আয়ােজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, সােসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারেল কমপ্লেক্স-এর চেয়ারম্যান কমল দেব, তথ্য ও সংসৃকতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, ভারপ্রাপ্ত অধিকর্তা ডি কে চাকমা প্রমুখ৷
অনুষ্ঠানের শুরুতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও উপস্থিত অতিথিগণ৷অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, আজকের দিনটি মহান দিন৷ এই দিনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন৷ তিনি এক নতুন ভারত গড়ে তােলার উদ্যোগ নিয়েছিলেন৷ উপমুখ্যমন্ত্রী আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলােচনা করে বলেন, কানপুর কলেজে পড়াশুনা করার সময় থেকেই তিনি আর এস এস-এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷
পরবর্তী সময় দেশ এবং মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন৷ তিনি ভারতীয় সংসৃকতির মূল ধারায় জনগণকে উদ্বুদ্ধ করতে এবং একাত্ম মানবতাবাদ ও সাংসৃকতিক রাষ্ট্রবাদের উপর জোর দিয়েছিলেন৷ যাতে রাজনৈতিক নৈতিকতার মধ্যে সংসৃকতির মূল ধারাও প্রস্ফুটিত হয়৷ জিষ্ণু দেববর্মা-র কথায়, তিনি বলতেন রাজনৈতিক চিন্তাধারা আধ্যাত্মিকতাবাদ ছাড়া কখনাে সফল হতে পারেনা৷ এদিন অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ সংগীত পরিবেশন করেন৷