কৃষি বিলের বিরোধিতায় আগরতলা শহর কাঁপালেন বামেরা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ সেপ্টেম্বর।। কৃষি বিলের বিরোধিতায় বামেরা আজ আগরতলা শহর কাঁপালেন৷ কৃষক সভা-র নেতৃত্বে শুক্রবার সারা ত্রিপুরায় ওই আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে বিরোধী উপনেতা বাদল চৌধুরী বলেন, জনস্বার্থ বিরোধী কৃষি বিল কোনভাবেই মেনে নেওয়া যায় না৷

এই বিলের প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমেছি৷শুক্রবার কৃষক বিলের বিরোধিতায় রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে বামেরা প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ সংঘটিত করেছে৷ বামেদের মিছিল-সমাবেশ-কে ঘিরে সকাল থেকেই সিটি সেন্টার সংলগ্ণ এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল৷

পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সমস্ত ব্যারিকেড ভেঙে বামপন্থী সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হন৷ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হয়ে বিধানসভার বিরোধী দলের উপনেতা তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল পাস করিয়েছে তা সম্পূর্ণভাবে কৃষক স্বার্থবিরোধী৷ জনস্বার্থ বিরোধী এই বিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বামপন্থীরা৷

এরই অংশ হিসেবে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷সাথে তিনি যোগ করেন, গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে তোলপাড় করে তুলবে৷অবিলম্বে জনস্বার্থবিরোধী কৃষি স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?