স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ সেপ্টেম্বর।।রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে ধলাই জেলার গঙ্গানগর ব্লকের কর্ণ মনি এডিসি ভিলেজের ১০ মাইল এলাকার উপজাতি জনগণ পথ অবরোধ করেছেন৷
সকাল থেকে আমবাসা গঙ্গানগর সড়কের ১০ মাইল এলাকায় পথ অবরোধ করার ফলে দীর্ঘক্ষণ বহু সংখ্যক যানবাহন অবরোধ স্থলের দুদিকে আটকে পড়ে৷ এর ফলে জনদুভর্োগ চরম আকার ধারণ করে৷ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার গঙ্গানগর ব্লক এলাকার কর্ণ মুনি এডিসি ভিলেজ এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে৷ এলাকায় বিদ্যুৎ নেই৷ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ৷
ইট সোলিং রাস্তা তৈরির কাজ শুরু হলেও মাঝপথে আটকে পড়েছে৷এলাকার যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে কোন প্রসূতি মা কিংবা গুরুতর অসুস্থ কোন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না৷পরিস্রুত পানীয় জলের অভাবে ও প্রতিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন ওইসব এলাকায় বসবাসকারী জনগণ৷এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বহুবার স্থানীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷
কিন্তু তাতে কেউ কর্ণপাত করেন না৷শুধুমাত্র নির্বাচন এলে নেতা-মন্ত্রী বিধায়ক সহ অন্যান্যরা রাস্তা সংস্কার পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা এবং বিদ্যুতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন৷
নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়ার পর ওই সব নেতাদের আর দেখা পান না ওইসব এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজন৷ দীর্ঘদিন ধরে তারা অসহায় জীবন যাপন করে চলেছেন৷ অপরিচিত পানীয় জল পান করে মানুষ আন্ত্রিক ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ এলাকায় স্বাস্থ্য পরিষেবার ভালো কোন ব্যবস্থা নেই৷
এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ার ফলে শুক্রবার সকাল থেকেই ওইসব এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে ১০ মাইল এলাকায় রাস্তা অবরোধ করেন৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ ছুটে আসেন৷ আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ করেন৷
প্রশাসনের কর্মকর্তারা ওইসব জনজাতি অংশের মানুষজনকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷ রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর আপাতত তারা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷তবে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷