স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ২৫ সেপ্টেম্বর।।চুরাইবাড়ি সীমান্ত এলাকায় ৩ নাইজেরিয়ান যুবককে আটক করেছে পুলিশ৷ তারা আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে চুড়াইবাড়ি পর্যন্ত যায়৷সেখান থেকে সরাসরি গাড়ি না পাওয়ায় তারা পায়ে হেঁটে চুড়াইবাড়ি সীমান্ত পার হচ্ছিল৷
তখন ওই সন্দেহভাজন ৩ নাইজেরিয়ান যুবককে আটক করে পুলিশ৷ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ আশঙ্কা করা হচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে তারা অনুপ্রবেশ করেছে৷উল্লেখ্য ইতিপূর্বে ধরনের বহু সংখ্যক নাইজেরিয়ান যুবকের ত্রিপুরায় আটক করা সম্ভব হয়েছে৷
এসব নাইজেরিয়ান যুবকরা বাংলাদেশ দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টা করে থাকে৷ নাইজেরিয়ান যুবকদের ত্রিপুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ চুরাইবারি সীমান্ত এলাকায় আটক ৩ নাইজেরিয়ান যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷
তিন যুবককে আটক করা হলেও তাদের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি বলে জানা গেছে৷ পাসপোর্ট বিধির লঙ্ঘন করে অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷