এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আইএনপিটি কেন্দ্রীয় কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আইএনপিটি কেন্দ্রীয় কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে এডিসি নির্বাচনে দলের অবস্থান কি হবে তা আলোচনা হয়েছে৷

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছে, এডিসি নির্বাচনে শাসক দল ছাড়া যেকোন দলের সাথে আঁতাত করতে প্রস্তুত আইএনপিটি৷ তিনি বলেন, বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্খা এমনকি প্রতিশ্রুতিও পুূরণ করছে না৷জগদীশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আসন্ন এডিসি নির্বাচনে দলের রণকৌশল কী হবে তা বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে৷

পাশাপাশি রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এদিন৷ রাজ্যে ৩০ মাস পূর্বে জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি অথাৎ পাহাড়ের জুমিয়াদের পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান, সরকারি চাকরিজীবীদের পাওনা মিটিয়ে দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকার৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পালন করেনি৷

ফলে পাহাড়ের মানুষ আসন এডিসি নির্বাচনের আশায় আছে৷ জবাব দেবে আসন্ন নির্বাচনে৷ আর আসন্ন নির্বাচনে জয় নিয়ে আইএনপিটি একপ্রকার নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷বৈঠকে উপস্থিত ছিলেন আইএনপিটির প্রবীণ নেতা শ্রুতা রঞ্জন তিশা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?