স্টাফ রিপোর্টার, আগরতলা , ২৫ সেপ্টেম্বর।।আগামী ১ অক্টোবর, ২০২০ থেকে উজ্জয়ন্ত প্যালেস এবং রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের জন্য উন্মক্ত করে দেওয়া হবে৷
এছাড়াও ঐ একইদিনে সিপাহীজলা অভয়ারণ্য ও টেপানিয়া ইকোপার্কের সমস্ত লগহাটগুলি উদ্বোধন করা হবে এবং কুমিল্লা ভিউ ট্যুরিস্ট লজ ও ইডেন টুরিস্ট লজ পুনরায় চালু হবে৷
এক্ষেত্রে পর্যটন কেন্দ্র ও টুরিস্ট লজগুলিতে কোভিড-১৯ -এর সমস্ত নিয়মাবলী কার্যকর থাকবে৷ ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গোটা দেশের সাথে রাজ্যেও পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় সেগুলি উন্মুক্ত করা হচ্ছে৷