স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার সাতসকালে রানীরবাজারের কড়ইবন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়ে। জাতীয় সড়কের উপর গাছ ভেঙ্গে পড়ার ফলে সকাল থেকে টানা সাড়ে চার ঘন্টা জাতীয় সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে।জাতীয় সড়কের ওপর বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়ার খবর পেয়ে বনদপ্তর এর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
গাছকেটে জাতীয় সড়ক চলাচলের উপযুক্ত করার জন্য বনদপ্তর এর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। এ কাজে হাত লাগায় স্কাউট গাইড এর স্বেচ্ছাসেবীরাও।দীর্ঘ সাড়ে চার ঘন্টা প্রচেষ্টা চালানোর পর জাতীয় সড়ক উন্মুক্ত করা সম্ভব হয়।দীর্ঘ কয়েক ঘণ্টা জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ায় দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে।
এর ফলে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।জানা গেছে বহু পুরানো এই গাছটি বৃহস্পতিবার সকালে হঠাৎ বৃষ্টির সময় রাস্তার উপর ভেঙ্গে পড়ে। গাছ ভেঙ্গে পড়ার পর বিকট আওয়াজে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা এ খবর দেন প্রশাসনের কর্মকর্তাদের।স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গাছকেটে জাতীয় সড়ক পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে।