স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।।শহরতলীর পশ্চিম নোয়াবাদী এলাকায় এক গৃহবধূ সহ তার শিশু সন্তানের উপর অ্যসিড ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে এই ঘটনা পশ্চিম নোয়াবাদী আমতলী চৌধুরী বাড়িতে। অভিযোগ বাড়ীর যুবতী গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে নিজের ঘরে ছিলেন। গৃহবধূর স্বামী সহ পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।সন্ধ্যায় নির্জনতার সুযোগ নিয়ে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে এসিড ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এসিডে গৃহবধূসহ কিছুটা আহত হয় তার কোলের শিশু।
মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোধজং নগর থানার পুলিশ। আহত গৃহবধূর স্বামীর অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে শান্তিপ্রিয় এলাকা হিসেবে পরিচিত পশ্চিম নয়াবাদীতে এই ধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। আহত গৃহবধূর পরিবারসহ এলাকাবাসী সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পুলিশের কাছে।