স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে স্টেট এনএসএস সেলের উদ্যোগে পালন করা হয় জাতীয় সেবা প্রকল্প দিবস। একই সাথে আত্মনির্ভর ভারত ও ফিট ইন্ডিয়া মোভমেন্ট এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় সেবা প্রকল্প দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারের উদ্ধোধন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। সাথে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম জেলার কৃতি ১১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাদের হাতে তুলে দেন পুস্প স্তবক। জাতীয় সেবা প্রকল্প দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারের উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন ত্রিপুরা রাজ্য আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। রাজ্যের পাহাড়ি এলাকার মানুষের কাছে প্রিয় খাদ্য হিসাবে পরিচিত বাঁশ করুলকে ব্যবহার করে বর্তমানে বিস্কুট তৈরি করা হচ্ছে। শুধু বাঁশ করুল থেকে বিস্কুট নয়, ত্রিপুরার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে নানান সামগ্রী। বাঁশকে কাজে লাগিয়ে ত্রিপুরা আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
এইটা একটা আনন্দের সংবাদ। চকুরির জন্য কাউকে যেন ঘুরতে না হয়, কোন নেতার কাছে যেতে না হয়, তার জন্য মেধার ভিত্তিতে চাকুরি প্রদান করা হচ্ছে।। বেকার বলে কোন শব্দ নেই। সকলকে কোন না কোন কাজ করতে হবে। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিয়ে সকলকে কোন না কোন কাজ করতে হবে। নিজের পায়ে নিজে দাড়াতে হবে।। সরকারও চাইছে সকলের দক্ষতা বৃদ্ধি করে স্বরোজগারি করে তুলতে। মা বাবার উপর নির্ভর শীল হলে চলবে না। মানুষের মতো মানুষ হতে হবে। মাতা পিতা, শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সকলকে আত্মনির্ভর করে তোলার জন্য বর্তমান রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।