স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।।স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম শহীদান দিবস পালন করা হয় বৃহস্পতিবার। এদিন রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় অল ইন্ডীয়া ডি এস ও, ডি ওয়াই ও এবং এম এস এস –এর উদ্যোগে এই শহীদান দিবস পালন করা হয়। শহীদ বেদীতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃত্বরা। সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান দিবস ও শহীদান দিবস পালন করা হয়।
কিন্তু তাদের যে স্বপ্ন ছিল ইংরেজ শাসন থেকে ভারতবর্ষ মুক্ত হলে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের সঠিক ব্যবস্থা হবে। ৮৯ তম শহীদান দিবসে দারিয়েও তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই সঙ্কট ময় পরিস্থিতিতে গন আন্দোলন তৈরি না করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে জানান অল ইন্ডীয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক।