স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই বছর ব্যাপী স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি হবে আগামী ২রা অক্টোবর৷ এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী ভার্চুয়াল বক্তৃতা প্রতিযোগিতা, ভার্চুয়াল একক ভজন প্রতিযোগিতা এবং অনলাইন ক্যুইজ ও ওয়েবিনারের আয়োজন করা হয়েছে৷ ভার্চুয়াল বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হবে দু’টি বিভাগে৷ মহাবিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়াল বক্তৃতা প্রতিযোগিতার বিষয় হলো ’গান্ধীজির ভাবনায় স্বচ্ছ ভারত’৷
আগামী ২৬ সেপ্ঢেম্বর বিকাল ৫.৩০ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এ বিষয়ে ভিডিও আপলোড করতে পারবেন৷ বাংলা, ককবরক, ইংরেজি, হিন্দি যেকোন একটি ভাষায় আপলোড করা ভিডিওটি তিন মিনিটের বেশি হতে পারবে না৷বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়াল বক্ত’তার বিষয় হলো ’গান্ধীজির ভাবনায় গ্রামীণ উন্নয়ন’৷ আগামী ২৬ সেপ্ঢেম্বর বিকাল ৫.৩০ পর্যন্ত বক্ত’তার ভিডিও আপলোড করা যাবে৷ বাংলা, ককবরক, ইংরেজি, হিন্দি যেকোন একটি ভাষায় আপলোড করা ভিডিওটি তিন মিনিটের বেশি হতে পারবে না৷
ভার্চুয়াল একক ভজন প্রতিযোগিতা বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য৷ আগামী ২৬ সেপ্ঢেম্বর বিকাল ৫.৩০ পর্যন্ত যেকোন ভাষায় যেকোন ধরণের ভজন আপলোড করা যাবে৷ আপলোড করা ভজনের ভিডিও তিন মিনিটের বেশি হতে পারবে না৷ অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ সেপ্ঢেম্বর দুপুর ১২টায়৷ এই প্রতিযোগিতা নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য৷ ক্যুইজের বিষয় ’মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন’৷ বাংলা বা ইংরেজি যেকোন একটি ভাষায় অনলাইনে ক্যুইজ হবে ২৫ মিনিটের জন্য৷