স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। শিক্ষা মন্ত্রীর মহাকরণে সাংবাদিক সম্মেলন যেন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের মহাকরণ অভিযান রুখতে পারল না বুধবার। এদিন রাজধানীর উত্তর গেইট থেকে চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের তিনটি সংগঠন অর্থাৎ জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স, আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন এবং এডহক শিক্ষক সংগঠন পূর্ব ঘোষণা অনুযায়ী যৌথভাবে মহাকরণ অভিযানের জন্য পায়ে হেঁটে যাত্রা শুরু করে।প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পুলিশ, টিএসআর এবং সি আর পি এফ দ্বারা প্রচেষ্টা করা হয় চাকরিচ্যুত শিক্ষকদের মহাকরণে যাওয়ার পথেই রুখে দেওয়ার।
এমনকি একাধিকবার চাকরীচ্যুত শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জও করে। কিন্তু এদিন শিক্ষকরা সমস্ত বাধা মহাকরণে দিকে ছুটে যায়। অবশেষে প্রশাসনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে চাকরীচ্যুত শিক্ষকরা মহাকরণের চত্বরে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়। পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর সাথে দীর্ঘক্ষন চলে ধস্তাধস্তি। অবশেষে চাকরিচ্যুত শিক্ষকদের উদ্দেশ্যে ছোড়া হয় জলকামানও। কিন্তু জলকামানের নিচে এসে সেদিন চাকরিচ্যুত ক্ষেত্রে শিক্ষকদের নৃত্য করতেও দেখা যায়। এদিন কিছুতেই হার মানতে রাজি ছিল না চাকরীচ্যুত শিক্ষকরা।
চাকরীচ্যুত শিক্ষকদের দাবি সরকারের যদি সত্যিই তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে, তাহলে এক মাসের মধ্যে সমস্ত চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের চাকরি প্রদান করার ঘোষণা প্রদান করা হোক। রাজ্যের বর্তমান সরকার পূর্বে আন্দোলনের আগে এ ধরনের প্রতিশ্রুতি বহুবার দিয়েছিল, কিন্তু সরকার প্রতিশ্রুতি পূরণ করে নি। আর এবারও মহাকরণ অভিযানের পূর্বে সরকার চাকরীচ্যুত শিক্ষকদের আন্দোলনের ভয়ে সাংবাদিক সম্মেলন করে আশ্বাস দিয়েছেন চাকরীচ্যুত শিক্ষকদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এটা সম্পূর্ণ ভাওতাবাজি বলে অভিমত চাকরীচ্যুত শিক্ষকদের।